বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ০৯:৫৯:৩৪

হঠাৎ সুর বদল করে ইসরায়েলকে ‘নজিরবিহীন’ হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

 হঠাৎ সুর বদল করে ইসরায়েলকে ‘নজিরবিহীন’ হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদ ও জাতিসংঘের নিন্দা সত্ত্বেও দখলকৃত পশ্চিম তীরের ৭টি এলাকায় আরও ১৩ শ’ আবাসিক ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী দেশটি। এর নিন্দা জানিয়েছে আরব লীগ। এমনকি এ বিষয়ে বন্ধুপ্রতীম যুক্তরাষ্ট্রকেও আগের মতো পাশে পাচ্ছে না ইসরায়েল। খবর ডয়চে ভেলের।

এ ইস্যুতে হঠাৎ সুর বদল করে যুক্তরাষ্ট্র ‘নজিরবিহীন’ হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে। জানা গেছে, এরই মধ্যে বাইডেন প্রশাসন পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বাড়ি তৈরির বিরোধিতা করেছে। 

হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের বাড়ি তৈরির প্রকল্প যুক্তরাষ্ট্র সমর্থন করে না। ইসরায়েলকে ওই প্রকল্প বন্ধ করার পরামর্শও দিয়েছে যুক্তরাষ্ট্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে