মঙ্গলবার, ০২ নভেম্বর, ২০২১, ০৯:৩০:১২

ভাগ্য পাল্টে গেল কয়েক ঘণ্টার মধ্যে, চা দোকানদার এখন কোটি টাকার মালিক!

ভাগ্য পাল্টে গেল কয়েক ঘণ্টার মধ্যে, চা দোকানদার এখন কোটি টাকার মালিক!

রাতারাতি ভাগ্যবদল! চা ও লটারির দোকানের মালিক কমল মহলদার জানতেন না, কয়েক ঘণ্টার মধ্যে পাল্টে যাবে তাঁর ভাগ্য। ৩৫ বছরের কমলের একটি চায়ের দোকান আছে। সেই দোকানেই তিনি লটারির টিকিট বিক্রি করেন। দোকানের অবিক্রিত টিকিটেই ভাগ্য খুলে গেল তাঁর। পেয়ে গেলেন ১ কোটি টাকা!

সোমবার বিকেলে ১২০ টাকার টিকিট অবিক্রিত থেকে যায় কমলের। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি জানতে পারেন, তাঁর একটি অবিক্রিত টিকিটে এক কোটি টাকা জিতেছেন তিনি। এর পর কোনও ঝুঁকি না নিয়ে মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় লটারির টিকিট নিয়ে হাজির হন কমল। আর কমলকে দেখার জন্য থানায় উপচে পড়ে মানুষের ভিড়। 

কমলের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা হাটখোলা এলাকায়। বাড়িতে স্ত্রী, দুই সন্তান ও বয়স্ক বাবা-মা আছেন। মা নির্মলা মহলদার কুশিদা বাজারে সব্জি বিক্রেতা। লটারির টাকা পেয়ে দুই সন্তানের জন্য ভাল চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি। -আনন্দ বাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে