আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১০জন নিতহ হয়েছে এবং আহত হয়েছে প্রায় অারো ১৫জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটার দিকে শহরের সুলতানআমেত চত্বরে এ ঘটনা ঘটে। তুরস্কের হাবেরতুর্ক টেলিভিশন চ্যানেল এ খবর জানা যায়। বিস্ফোরণের কারণে আশপাশের বেশকয়েকটি ভননও ক্ষাতিগ্রস্থ হয়েছে। তবে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ।
তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক ব্লু মস্কের কাছে এই জায়গাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই বিস্ফোরণটি একদল পর্যটকদের সামনেই সংঘটিত হয়েছে। এ এলাকাতে রয়েছে ব্লু মসজিদ ও হাজিয়া সোফিয়া। তবে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায় নি। কোনো কোনো খবরে বলা হচ্ছে, একজন আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
তবে বর্তমানে কুর্দি বিচ্ছিন্নতাবাদী পিকেকে'র সাথে যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে পড়ার পর সৈন্যদের সাথে বিদ্রোহী গেরিলাদের লড়াই শুরু হয়েছে। ইস্তাম্বুল হচ্ছে তুরস্কের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর এবং এর আগেও সেখানে বড় ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা হামলার জন্য ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকেও সরকারের পক্ষ থেকে দায়ী করা হয়েছে।
গত অক্টোবরে রাজধানী আঙ্কারায় দুটো আত্মঘাতী বোমা হামলায় একশরও বেশি লোক মারা যায়। সিরিয়া ইস্যু এবং তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে তুর্কি সামরিক অভিযানের কারণে দেশটি সম্প্রতি অনেক বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে।
১২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই