আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র কিছুদিন অাগে পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধ বিমান বিক্রির ঘোষণা করেছিল। কিন্তু এই ঘােষণাটি নাকি ওবামা প্রশাসনের পক্ষ থেকেই হয়েছিল। তার কারণে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নেক্সট জেনারেশন এফ-১৬ যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে ওবামা প্রশাসনের উদ্যোগে বাঁধা দিল মার্কিন কংগ্রেস। তালেবান নির্মূল করা এবং দ্রুত পরমাণু অস্ত্রের বিস্তারের বিষয়ে ইসলামাবাদের ভূমিকা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ সত্ত্বেও গত অক্টোবর মাসে ওবামা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
ওবামা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছিল, তারা পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ যুদ্ধ বিমান বিক্রির পরিকল্পনা করছে। যার মাধ্যমে ইসলামাবাদের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টি আরও জোরদার হবে। কিন্তু মার্কিন কংগ্রেস সদস্যরা প্রশ্ন তুলেছেন, চূড়ান্ত বিচারে এসব জঙ্গিবিমান পাকিস্তান কোথায় এবং কার বিরুদ্ধে ব্যবহার করবে। এছাড়া, দু'দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এর ফলে এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির বিষয়টি আটকে গিয়েছে। কংগ্রেস সদস্যরা ওবামা প্রশাসনের কাছে বেশ কিছু তথ্য এবং কয়েকটি প্রশ্নের পরিষ্কার জবাব চেয়েছেন। আর তাতেই আটকে গিয়েছে বিমান বিক্রির প্রক্রিয়াটি।
১২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই