মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ০৮:৪৪:২৩

হোয়াটসঅ্যাপে আপনি ছাড়া যেভাবে কেউ গোপন চ্যাট দেখতে পারবে না

হোয়াটসঅ্যাপে আপনি ছাড়া যেভাবে কেউ গোপন চ্যাট দেখতে পারবে না

যেভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট লুকিয়ে রাখবেন। চলুন তাহলে জেনে নিই, হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ চ্যাট লুকিয়ে রাখার কৌশল:

১। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। হোম পেজের যেখানে চ্যাট লিস্ট সাজানো থাকে, সেখানের ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন। তাতে টাচ করুন। ২। এরপর Settings- অপশনে যান। সেখানে Account অপশনে টাচ করুন। ৩। এরপর Privacy নামের একটি অপশন পাবেন। তাতে ক্লিক করুন।

৪। প্রাইভেসি অপশনে প্রবেশের পর নিচের দিকে ‘Fingerprint Lock’ পাবেন। সেটিতে টাচ করুন। ৫। এরপর ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করুন। ৬। ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টারের পরেই আপনার হোয়াটস্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক চালু হয়ে যাবে। এরপর আপনি ছাড়া কেউ গোপন চ্যাট দেখতে পারবেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে