আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার তদন্তের অংশ হিসেবে পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জয়েশ-ই মোহাম্মদের কয়েকজন সদস্যকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে জয়েশ-ই মোহাম্মদের নেতা মাসুদ আজহারও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আজ বুধবার পাকিস্তানের সরকারি টিভি চ্যানেল টিভির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের সভাপতিত্বে শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে জয়েশ-ই মোহাম্মদের সব অফিস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি এ বিষয়ে তদন্ত করার জন্য পাকিস্তানের তদন্তকারিদের পাঠানকোটে পাঠানরও সিদ্ধান্ত নেয়া হয়।
জানুয়ারির ২ তারিখে পাকিস্তান সীমান্তের কাছেই পাঠানকোটে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে একদল বন্দুকধারী হামলা চালালে অন্তত সাত ব্যক্তি নিহত হন। আর এই আক্রমণ হয় লাহোরে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকের মাত্র কদিন পর। কাশ্মীর-ভিত্তিক জয়েশ-ই মোহম্মদকে পাকিস্তান সমর্থন করে বলে ভারত সরকার অভিযোগ করেছে।
তবে পাকিস্তান এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। ভারত সরকার বলছে, জয়েশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পাকিস্তান কঠোর ব্যবস্থা না নিলে ভারত আগামী শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে যোগ দেবে না।
১৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই