বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৮:০৭:৫১

৪০ বছর পর ডাক্তারদের ধর্মঘটে অচল ইংল্যান্ড

৪০ বছর পর ডাক্তারদের ধর্মঘটে অচল ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : গত ৪০ বছরে প্রথমবারের মতো ধর্মঘটের ডাক দিলেন ইংল্যান্ডের ডাক্তাররা। তার ফলে কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েন। তাদের এই ধর্মঘট ডাকার কারণ হল আরো বেশি বেতন ও উন্নত কাজের পরিবেশ নিশ্চিত কারার জন্য।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, এই ধর্মঘটের কারণে ভীষণরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে অসহায় সাধারণ মানুষকে। এই ধর্মঘটের কারণে স্থগিত হয়ে যায় ৪০০০ সাধারণ অপারেশন। একমাত্র সঙ্কটাপন্ন রোগীদেরই চিকিৎসা করা হয়েছে বলে জানা গিয়েছে।

লন্ডনের বহু হাসপাতাল ডাক্তারদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেও এতে রাজি হননি তারা। এই অনুরোধ প্রত্যাখ্যান করে ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন। পরে ক্যামেরনের আবেদনে ধর্মঘট তুলে নেন ডাক্তাররা।

সূত্রে খবর, এরপর ফের ২৬ জানুয়ারি ও ১০ ফেব্রুয়ারি ওয়াকওভারের পরিকল্পনা করছেন লন্ডনের চিকিতসকেরা।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের পর এই প্রথম ধর্মঘট ডাকলেন চিকিতসকেরা। যদিও ২০১২ তে পেনসনের দাবিতে ওয়াকআউট করেছিলেন লন্ডনের ডাক্তাররা।
১৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে