বুধবার, ০৫ জানুয়ারী, ২০২২, ১০:৪৭:২৩

তেলের মূল্য বৃদ্ধি, কাজাখস্তানের রাষ্ট্রপতি ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা

তেলের মূল্য বৃদ্ধি, কাজাখস্তানের রাষ্ট্রপতি ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা

তেলের মূল্য বৃদ্ধিতে উত্তাল কাজাখস্তান। দেশটির সাবেক রাজধানী ও প্রধান শহরগুলোতে চলছে লাগাতার আন্দোলন। অশান্ত হয়ে আছে পুরো দেশ। এরই মধ্যে আজ দেশের সবচেয়ে বড় মহানগর আলমাতিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করে ভেতরে আগুন দেয় বিক্ষোভকারীরা। তবে এ সময় রাষ্ট্রপতি কাশাম-জোমার্ত তোকায়েভ ভবনে ছিলেন না। তিনি দেশের রাজধানী নূর-সুলতানে আছেন এবং সেখানে থেকেই দাপ্তরিক কাজ সারছেন। 

ভবনটি এখনো বিক্ষোভকারীদের দ্বারা নিয়ন্ত্রিত। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, মূল ভবনের কম্পাউন্ডের বাইরে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। উল্লেখ্য, আগুন দেওয়া ভবনটি রাষ্ট্রপতির পুরনো আবাস। ১৯৯৭ সালে কাজাখের রাজধানী নূর সুলতানে ('আস্তানা' হিসেবেই সমধিক পরিচিত) স্থানান্তরের আগে এখানে থাকতেন কাশাম-জোমার্ত।

আজ বুধবার সকালে বিক্ষুব্ধ জনতা মেয়রের অফিসসহ বেশ কিছু সরকারি দপ্তরে ঢুকে পড়ে। ২০ লাখ মানুষের শহর আলমাতির কোণায় কোণায় সংঘাত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কোনো কোনো বিক্ষোভকারীর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। যা তারা সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে ব্যবহার করছে। 

কর্তৃপক্ষ অভিযোগ করে বলছে, শহরটি আবার চরমপন্থীদের হামলার শিকার হয়েছে। তারা বলে, আমাদের প্রধান লক্ষ্য যেভাবেই হোক সহিংসতা আর বাড়তে না দেওয়া।  সূত্র : আরটি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে