বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৮:৪৪:২২

দুুটি কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে আল জাজিরা টেলিভিশন

দুুটি কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে আল জাজিরা টেলিভিশন

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র আড়াই বছর আগে যুক্তরাষ্ট্রে সম্প্রচার শুরু করছিল আল জাজিরা আমেরিকা। কিন্তু টেলিভিশন কর্তৃপক্ষ দুুটি কারণে যুক্তরাষ্ট্রে তাদের সম্প্রচার বন্ধ করে দিতে যাচ্ছে। আগামী এপ্রিল থেকে সেখানে তারা সম্প্রচার বন্ধ করবে বলে চ্যানেলটির কর্তৃপক্ষ জানিয়েছে।

চ্যানেল কর্তৃপক্ষ বলছে, যুক্তরাষ্ট্রে তাদের চ্যানেলটির বাজার অবস্থা যাচাই করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে সংবাদদাতারা বলছেন, সেখানে দর্শক টানতে ব্যর্থ হয়ে সম্প্রচার গুটিয়ে ফেলছে আল জাজিরা।

মার্কিন দর্শকদের জন্য আল জাজিরার সম্প্রচারকে দুঃসাহসী প্রচেষ্টা বলে মনে করা হয়েছিলো।
দেশটিতে প্রভাবশালী নিউজ চ্যানেল সিএনএন ও ফক্স নিউজের বিকল্প হিসেবে দাঁড় করানোর একটা চেষ্টা ছিলো সেটি।

আল-জাজিরাকে আমেরিকায় সম্প্রচারের জন্য মার্কিন সম্প্রচারের ধারার সাথে তাল মেলাতে শুরু থেকেই বেশ সংগ্রাম করতে হয়েছে । ২০১৫ সালে পুরো বছরজুড়ে গড়ে তাদের দর্শক ছিল মোটে ১৯ হাজার।

চ্যানেলটি মার্কিন দর্শক টানতে শুধু ব্যর্থই হয়নি, সেখানকার অনেক দর্শক আল জাজিরাকে ভুল করে আল কায়েদার সাথে মিলিয়ে ফেলেন।
নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার পরের বছর গুলোতে আল-জাজিরার মুল নেটওয়ার্কে ওসামা বিন লাদেনের বক্তব্য প্রচার করায় মার্কিন দর্শকদের অনেকেরই এই চ্যানেলটির প্রতি নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গিও রয়েছে।

শেষ পর্যন্ত সেখান থেকে সম্প্রচার গুটিয়েই ফেলতে হলো কাতারভিত্তিক এই নিউজ চ্যানেলটিকে।
সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রে টেলিভিশনের বাজারের অবস্থা যাচাই করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এমনটাই বলছেন মিডিয়া গ্রুপটির কর্মকর্তারা।
তবে সংবাদদাতারা বলছেন, দর্শক আকর্ষণ করতে না পেরে লাভের মুখ দেখতে পারেনি আল-জাজিরা। আর তাই সম্প্রচার গুটিয়ে ফেলার সিদ্ধান্ত।
তবে ইন্টারনেটে তাদের উপস্থিতি তারা বজায় রাখবে।
সূত্র : বিবিসি
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে