বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৬:৫৬

ইরানের কাছ থেকে ৪০ টন পরমাণু পণ্য কিনছে আমেরিকা!

ইরানের কাছ থেকে ৪০ টন পরমাণু পণ্য কিনছে আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কাছ থেকে ৪০ টন পরমাণু পণ্য কিনছে আমেরিকা। হ্যাভি ওয়াটার নামে এই পণ্য বিক্রি করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার উপ প্রধান আলী আসগর জারিয়ান। তিনি বলেছেন, আরাক রিঅ্যাক্টরকে সংস্কার করার জন্য ইরান চীনের সঙ্গে একটি চুক্তি করবে। এ চুক্তি আগামী সপ্তাহে হতে পারে।

আলী আসগর জারিয়ান জানান, একবার আরাক রিঅ্যাক্টরের সংস্কার কাজ শেষ হয়ে গেলে আশা করা যায় তৃতীয় কোনো দেশের মাধ্যমে আমেরিকায় ৪০ টন হ্যাভি ওয়াটার রপ্তানি করা যাবে এবং আমেরিকা সে ওয়াটার গবেষণার কাজে ব্যবহার করতে পারবে। তিনি বলেন, ইরান তখন আনুষ্ঠানিকভাবে কৌশলগত বিশেষ পরমাণু পণ্য উৎপাদনকারী দেশগুলোর সদস্য হবে যা তেহরানের জন্য বড় অর্জন।

জারিয়ান বলেন, ইরান এখনই ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড বা ইউএফ-সিক্স’সহ কৌশলগত বিশেষ পরমাণু পণ্য উৎপাদন করছে। তিনি জানান, ইরান বছরে ২০ টন হ্যাভি ওয়াটার উৎপাদন করবে এবং বাড়তি অংশ বিদেশি ক্রেতাদের কাছ বিক্রি করে দেবে।
১৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে