বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৯:৪২:২৩

গরুর মাংস খেয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ: জয়প্রকাশ

গরুর মাংস খেয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ: জয়প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : হিন্দুত্ববাদী সংগঠনগুলো সমালোচনা ও প্রতিবাদের মুখেও নিজের অবস্থানে অবিচল রয়েছেন দক্ষিণ ভারতের এই লেখক বাঞ্জাগেরে জয়প্রকাশ। তিনি দাবি করেছেন, কামারপুকুরের ব্রাক্ষ্মণ পরিবারের সন্তান, মা কালীর উপাসক এবং দক্ষিণেশ্বর মন্দিরের পূজারি গদাধর চট্টোপাধ্যায় ভক্ষণ করেছেন গরুর মাংস।

ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রামকৃষ্ণ-বিবেকানন্দের উদাহরণ দিয়েছেন জয়প্রকাশ। সেই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়েই এরূপ মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, উনবিংশ শতকের মা কালীর উপাসক রামকৃষ্ণ পরমহংসদেব আমিষ খেয়েছিলেন। এমনকি গরুর মাংসও খেয়েছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ধূমপানেও আসক্ত ছিলেন বলে দাবি করেছেন লেখক জয়প্রকাশ। তাঁর কথায়, রামকৃষ্ণ দেব নিজে ধূমপান করেলও কখনও শিষ্য বিবেকানন্দকে ধূমপানে উৎসাহিত করেননি। বীর সন্ন্যাসী বিবেকানন্দকে তাঁর গুরু রামকৃষ্ণ দেব আদৌ কোনও জ্ঞান প্রদান করেছিলেন কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, রামকৃষ্ণ দেব তাঁর শিষ্য স্বামী বিবেকানন্দকে জীবনে চলার সঠিক পথ দেখিয়েছিলেন। সেই পথে হেঁটেই সাফল্যের শিখরে যেতে পেরেছিলেন বিবেকানন্দ। শিক্ষক-ছাত্র সম্পর্ক এমনই হওয়া উচিত বলেই মনে করেন বাঞ্জাগেরে জয়প্রকাশ।

তাঁর এমন মন্তব্যে বিতর্কের সৃষ্টি হলেও তা নিয়ে ভীত নন দক্ষিণ ভারতের এই বিতর্কিত লেখক। নিজের বক্তব্যের স্বপক্ষে উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারবেন বলে দাবি করেছেন বাঞ্জাগেরে জয়প্রকাশ। সূত্র: কলকাতা২৪
১৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে