সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ০৩:১৪:৩৬

সংলাপ নয়তো সংঘা'ত, যেকোনও একটি বেছে নিন: রাশিয়াকে হু'মকি আমেরিকার

সংলাপ নয়তো সংঘা'ত, যেকোনও একটি বেছে নিন: রাশিয়াকে হু'মকি আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রন সমস্যা নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক দিনকে দিন খা'রাপের দিকেই যাচ্ছে। এর মধ্যেই রাশিয়াকে অনেকটা হু'মকির সু'রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হয় সংলাপ নয়তো সংঘা'ত এই দুইয়ের যেকোনও একটি বে'ছে নিতে হবে। 

ইউক্রেন সীমা'ন্তে প্রায় লাখ খানেক রুশ সেনা অবস্থানের মধ্যেই এমন ম'ন্তব্য করেছেন ব্লিঙ্কেন। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চ'রম উ'ত্তে'জনার মধ্যে রবিবার (৯ জানুয়ারি) নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্র ও মস্কোর জেষ্ঠ্য কূটনীতিকের পাশাপাশি সা'মরিক কর্মকর্তারাও। আজ সোমবার (১০ জানুয়ারি) পূর্ব নির্ধারিত আলোচনায় বসার আগে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকটি হয়। 

গত মাসে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি হয়। যার অনেকগুলোই যুক্তরাষ্ট্রের পক্ষে মে'নে নেওয়া কঠিন। কারণ, এর মধ্যে একটি হলো ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য করা যাবে না। রবিবারের নৈশভোজের বৈঠককে ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন রুশ প্রতিনিধি দলের প্রধান উপ -পররাষ্ট্রমন্ত্রী সের্গেইড রিয়াকভ। তিনি বলেন, আলোচন জ'টিল ছিল। কিন্তু আগামীতে আলোচনার জন্য সহায়ক হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে