বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০১:২০:১৯

জাকার্তায় বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৬

জাকার্তায় বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশ চেকপোস্টে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

বিস্ফোরণের পেছনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা থাকতে পারে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স।

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে ওই এলাকায় পরপর অন্তত ছয়টি বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে।
জেরেমি ডগলাস নামে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পরপরই শুরু হয় গোলাগুলি।

বিস্ফোরণস্থল থেকে দেড়শ মিটার দূরে নিজের অফিসের দশ তলার জানালা থেকে রাস্তার আতঙ্ক এবং পুলিশের তৎপরতার ছবি তুলে তিনি টুইটারে পোস্ট করেন।   

একটি বিস্ফোরণ ঘটানো হয় স্টারবাকের একটি ক্যাফেতে। বিস্ফোরণের ধাক্কায় ওই ক্যাফের জানালা ভেঙে বেরিয়ে আসে বলে রয়টার্সের এক প্রতিবেদক জানান।  

হামলা শুরুর পরপরই পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। কাউকে কাউকে অস্ত্র হাতে গাড়ির পেছনে অবস্থান নিতে দেখা যায়।

প্যারিসে আইএস এর জঙ্গি হামলার দুই মাসের মাথায় ইন্দোনেশিয়ার এ হামলার পেছনে কারা রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

এদিকে দেশটির প্রেসিডেন্সিয়াল প্রাসাদ ও জাতিসংঘ দপ্তরের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এতে এ পর্যন্ত এক পুলিশ সদস্য নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে