আন্তর্জাতিক ডেস্ক : এক বছরে মুসলিম প্রধান কয়েকটি দেশে ২৩,১৪৪টি বোমা ফেলেছে আমেরিকা। ২০১৫ সালে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন এবং সোমালিয়ায় এসব বোমা ফেলা হয়েছে। তবে এসব বোমায় কত বেসামরিক লোক নিহত হয়েছে তার কোনো পরিসংখ্যান অবশ্য জানা যায়নি। দেশটির বেসরকারি গবেষণা সংস্থা কাউন্সিল অব ফরেন রিলেশন এ তথ্য জানিয়েছে। সংস্থাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমর্থনপুষ্ট।
আইএস দমনের’ জন্য সবচেয়ে বেশি বোমা ফেলা হয়েছে আইএস অধ্যুষিত ইরাক ও সিরিয়ায়। ২২,১১০টি বোমা ফেলা হয়েছে ইরাক ও সিরিয়ার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটিতে ৯৪৭টি ফেলা হয়েছে। এছাড়া পাকিস্তানে ১১টি, ইয়েমেনে ৫৮টি এবং সোমালিয়ায় ১৮টি বোমা ফেলা হয়েছে।
আফগানিস্তানে তালেবান দমনের কথা বলে গত বছর সেখানে ৯৪৭টি বোমা ফেলার পরও ফরেন পলিসি ম্যাগাজিনের এক গবেষণায় দেখা গেছে, ২০০১ সালের পর তালেবান এখন বেশি এলাকা দখল করে আছে।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ১৬ বছরে পা দিয়েছে। অথচ ওবামা ক্ষমতায় আসার পর এ যুদ্ধ বন্ধ করার বহু প্রতিশ্রুতি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিগত সময়ের চার প্রেসিডেন্ট ইরাকে বোমা ফেলার পরিকল্পনা অব্যাহত রেখেছে। আইএসের ব্যাপক উত্থানের পর ২০১৪ সালের আগষ্টে পুনরায় বিমান হামলা শুরু করা হয়। যদিও যুক্তরাষ্ট্র এ যুদ্ধকে ‘সাময়িক’ ও ‘মানবিক’ বলে দাবি করে আসছে।
১৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস