আন্তর্জাতিক ডেস্ক : চীন-ভুটান সীমান্তের বিতর্কিত প্যাংগং হ্রদে যে চীন সেতু তৈরি করছে তা আগেই জানা গিয়েছে। এবার ধরা পড়ল ভুটানের জমি দখল করে ডোকলামের খুব কাছেই দু’টি গ্রাম বানিয়ে ফেলেছে বেইজিং। কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে সেই দৃশ্য পরিষ্কার দেখা গিয়েছে বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
ছবিগুলি থেকে পরিষ্কার, দু’টি গ্রাম পাশাপাশি অবস্থিত এবং সেগুলি পরস্পরের সঙ্গে সংযুক্ত। এছাড়াও আরও নানা নির্মাণ চোখে পড়ছে। উল্লেখ্য, ওই অঞ্চলের ৩০ কিমির মধ্যেই রয়েছে ডোকলাম মালভূমি। ২০১৭ সালে ওই গিরিপথেই টানা ৭৩ দিন স্ট্যান্ড অফ তথা মুখোমুখি অবস্থানে ছিল ভারত ও চীন। ওই এলাকায় চীনা আগ্রাসনকে ভারত রুখে দিলেও সেই থেকেই ওই এলাকায় বারবার থাবা বসানোর চেষ্টা করেছে বেইজিং।
গত বছরের নভেম্বরেই এই নতুন নির্মাণের কথা জানা গিয়েছিল। এবার উপগ্রহের চিত্র থেকে মিলল অকাট্য প্রমাণ। এক গবেষক ড্যামিয়েন সাইমন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চীন ও ভুটানের ওই বিতর্কিত জমিতে চীন যে নানা রকম নির্মাণ শুরু করেছে এবার তা ধরা পড়ে গেল। ২০২০ সালে লাদাখে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষ হওয়ার পরেই সিকিম সীমান্তেও তৎপরতা বাড়িয়েছে চীনাফৌজ। নেপাল সীমান্তেও প্রচুর সেনা মোতায়েন করেছে।