আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা ফাটানোর জবাব দিতে যুদদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা! গত রবিবারই বোমারু বিমানের এক মহড়া সেরে ফেলেছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। এ বার দক্ষিণ কোরিয়ার মাটিতে ঘাঁটি গেড়ে আরও সমরসজ্জার জন্য প্রস্তুত হচ্ছে তারা। ফলে, দু’পক্ষের এই শক্তি প্রদর্শনে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। অবশ্য শক্তিশালী বোমার পরীক্ষার পর থেকে এক রকম চুপই রয়েছে কমিউনিস্ট শাসিত দেশটির নেতা কিম।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্তা জানিয়েছেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী ওসান বিমানঘাঁটির আকাশে রবিবার যে বিমানগুলোকে উড়তে দেখা যায়, তার মধ্যে ছিল পরমাণু অস্ত্র বহনে সক্ষম বি-৫২ বিমান। কিম জং উন আর তাঁর বিরোধী শিবিরের সম্পর্কের উত্তাপ যে বাড়ছে, তা টের পাওয়া যাচ্ছে ভালই। উত্তর কোরিয়ার পুরনো বন্ধু চীন তাদের পরীক্ষার কথা জেনে প্রকাশ্যে আপত্তি জানায়। এখন তাদের অভিযোগ, অশান্তি আরও বাড়ানোর চেষ্টা করছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। শান্তি ফেরাতে উভয় পক্ষকেই সংযত হওয়ার আর্জি জানিয়েছে চীন।
১৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস