শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ০৪:৪৩:৫৯

একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শতাধিক যাত্রীর আর্তনাদ

একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শতাধিক যাত্রীর আর্তনাদ

আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য প্রাণরক্ষা। শতাধিক যাত্রীর আর্তনাদ। আর একটু হলেই ধাক্কা লাগত ভারতমুখী দুই বিমানের। রানওয়েতে মুখোমুখি হয়ে পড়েছিল এমিরেটস সংস্থার দুটি বিমান। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ভাগ্যক্রমে। দুবাই থেকে হায়দরাবাদগামী ইকে-৫২৪ বিমানের টেক অফ করার কথা ছিল রাত ৯টা ৪৫ মিনিটে। ঠিক ৫ মিনিট পরেই দুবাই থেকে বেঙ্গালুরুগামী ইকে-৫৬৮ বিমানের রওনা হওয়ার কথা।

গত ৯ জানুয়ারি দুবাই এয়ারপোর্টে এই দুটি বিমানই একই রানওয়েতে এসে পড়ে। দুবাই-হায়দরাবাদ বিমানটি নির্ধারিত সময়ে ৩০আর রানওয়ে হাজির হয়। টেক অফ করতে গিয়ে বিমানের ক্রু-মেম্বাররা খেয়াল করেন আর একটি বিমান একই দিকে ধেয়ে আসছে প্রবল গতিতে। তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে টেক অফ বাতিল করা হয়। হায়দরাবাদগামী বিমানটি গতি কমিয়ে ট্যাক্সিওয়ে এন৪ ধরে সরে যায়। এটিসি-র হস্তক্ষেপের পর বেঙ্গালুরুগামী বিমানটি আগে উড়ান দেয়। তার কিছুক্ষণ পর টেক অফ করে হায়দরাবাদগামী বিমানটি। এমিরেটস সংস্থার তরফে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে