রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ০১:২২:৩১

বিয়ের কনের আবদারে সরকারী নির্দেশনা বদলালেন মমতা ব্যানার্জী

বিয়ের কনের আবদারে সরকারী নির্দেশনা বদলালেন মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেলের বনমসজিদ পাড়ার আম্রপালি রায়ের আক্ষেপ ছিল মাত্র ৫০ জনের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। দুই মনের মানুষের একাত্ম হওয়ার সামাজিক অনুষ্ঠানে আরও বেশি সংখ্যক মানুষের আশীর্বাদ পেতে উদগ্রীব ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আম্রপালি রায়। 

করোনা আবহে সুরাহা পেতে তাই নয়া টুইটার অ্যাকাউন্ট খুলে ফেললেন তিনি। তারপর সেই অ্যাকাউন্ট থেকে বিয়ে বাড়িতে হাজিরার সংখ্যা বৃদ্ধির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আবেদন করলেন। শনিবার রাজ্যের নয়া করোনা বিধিতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে হাজিরায় নতুন ছাড়ের ঘোষণায় স্বভাবতই আন্দন্দে আত্মহারা হুগলির আম্রপালি। 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীরর কাছে তিনি ঋণি বলেও স্পষ্ট জানিয়ে দিলেন আম্রপালি। শনিবার নবান্নের তরফে নতুন নির্দেশিকায় বিয়ে বাড়ি ও মেলার ক্ষেত্রে বিধি-নিষেধ খানিকটা শিথিল করা হয়েছে। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে বিয়ে বাড়িতে সর্বোচ্চ ২০০ জন বা ম্যারেজ হলের ৫০ শতাংশ হাজির থাকতে পারবেন। তবে এর মধ্যে সব থেকে কম যেটা সেই সংখ্যক অতিথি হাজির থাকতে পারবেন। এর আগে বলা হয়েছিল সর্বোচ্চ ৫০ জন হাজির থাকতে পারবেন বিয়ের অনুষ্ঠানে। 

বিয়ের মরশুমে রাজ্য সরকারের নয়া ঘোষণায় বেজায় খুশি সাধারণ মানুষও। নতুন নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন মিষ্টি ওরফে আম্রপালি। এই ঘোষণায় মুখ্যমন্ত্রীর আবেগি মন ছুঁয়ে গিয়েছে এই তরুণীর কাছে। তার কথায়, ‘আমার কাছে এই ঘোষণা অবিশ্বাস্য, এটাও সম্ভব!তাছাড়া যারা বিয়েবাড়িতে আসবেন তারা করোনা বিধি নিয়ে যথেষ্ট সচেতন।’ সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে