আন্তর্জাতিক ডেস্ক : ৩ জানুয়ারি আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে সন্ত্রাসী হামলা হয়। আর এই সন্ত্রাসী হামলার জন্য দায়ী হল পাকিস্তান। এবার এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আফগানিস্তানের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ জানুয়ারি আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে যারা হামলা চালিয়েছে তারা আসলে পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষিত সেনা সদস্য। প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার কারণে তারা বিশেষ ট্যাকটিস খাটিয়ে দূতাবাসে হামলা চালাতে সক্ষম হয় বলেই দাবি করছেন আফগানিস্তানের পলিশের পক্ষ থেকে।
আফগানিস্তানের বালখ প্রদেশের পুলিশ প্রধান সায়েদ কামাল সাদাত এদিন সংবাদ মাধ্যমকে জানান, পাকিস্তানি সেনা আফগান সেনাবাহিনীর সঙ্গে প্রায় ২৫ ঘণ্টা লড়াই চালিয়ে তারপর একরকম জোর করে আফগানিস্তানে প্রবেশ করে৷ ৩ তারিখ ভারতীয় দূতাবাসে তারাই হামলা চালায় বলে অভিযোগ৷ প্রসঙ্গত, যুদ্ধে খুবই পটু এমন সেনারাই দূতাবাস আক্রমণে এসেছিল বলে জানা গিয়েছে৷ এই হামলায় একজন আফগান নিরাপত্তারক্ষী সহ ৯ জন প্রাণ হারান৷ ভারতীয় দূতাবাসে হঠাৎ এইভাবে হামলা চালানোর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷
১৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই