বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৮:৪৪

ইরানের ওপর থেকে উঠে যাচ্ছে সব নিষেধাজ্ঞা

ইরানের ওপর থেকে উঠে যাচ্ছে সব নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : আগামী শনি বা রোববার থেকে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়িত হতে যাচ্ছে। এ খবর দিয়েছেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি তেহরানে সমাজবিজ্ঞানীদের এক বৈঠকে বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ বর্তমানে পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের গৃহিত পদক্ষেপগুলো পর্যালোচনা করে দেখছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

আইএইএ’র এ কাজ শুক্রবারের (১৫ জানুয়ারি) মধ্যে শেষ হবে-উল্লেখ করে তিনি বলেন, কাজেই শনি বা রোববার ওই সমঝোতা বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবে দু’পক্ষ। এর ফলে ইরানের ওপর পাশ্চাত্যের আরোপিত সব নিষেধাজ্ঞা উঠে যাবে।

আরাকচি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক যৌথ বিবৃতি প্রকাশের মধ্যদিয়ে পরমাণু সমঝোতা বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন মোগেরিনি।

এ সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের উদ্বেগ প্রসঙ্গে উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে ইরানের অন্যতম উদ্বেগ ছিল, সত্যিই তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা। একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই উদ্বেগ প্রশমন করা হয়েছে বলে জানান তিনি। আরাকচি বলেন, ‘সমঝোতা বাস্তবায়নের দিন এই প্রজ্ঞাপন মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।’

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী জানান, পরমাণু সমঝোতা বাস্তবায়নের আগ মুহূর্তের কিছু আলাপ-আলোচনা সারতে ইরানের অপর সিনিয়র পরমাণু আলোচক হামিদ বায়িদিনেজাদ একটি প্রতিনিধিদল নিয়ে ভিয়েনা সফরে গেছেন।

ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বুধবার ওয়াশিংটনে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের সময় ঘনিয়ে এসেছে এবং ‘আগামী কয়েক দিনের মধ্যে’ তার বাস্তবায়ন শুরু হবে।
১৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে