বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ১১:২১:৫৫

টাকা দিলে ২৪ঘন্টায় পাওয়া যাবে ডিগ্রি!

টাকা দিলে ২৪ঘন্টায় পাওয়া যাবে ডিগ্রি!

আন্তর্জাতিক ডেস্ক : টাকা দিলেই পাওয়া যাবে ডিগ্রি! পড়া-লেখা না করেও বড় বড় সার্টিফিকেট বগলের তলায় নিয়ে ঘুরতে পারবেন! বড় অফিসের বড় চেয়ারে বসার মতো সুযোগ রয়েছে আপনার হাতে। এমনি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে ভারতের বিধাননগরে। এ ঘটনায় সল্টলেকের কলেজ অব ম্যানেজমেন্টের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে বিধাননগর থানা পুলিশ। কলেজ চত্বরে চালানো হচ্ছে বেপক তল্লাসি। ২৪ ঘন্টার মধ্যে ডিগ্রি পাওয়া যায় এমন খবর ফাঁস হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে শোরগোল। আর এই ঘটনায় নড়েচড়ে বসে শিক্ষা মন্ত্রানলয়।

দুপুরেই ল্টলেক কলেজ অব ম্যানেজমেন্ট পৌছে যায় সাংবাদিকদের একটি দল। ততক্ষণে  বিপদের গন্ধ পেয়ে গেছেন সংস্থার কর্তারা। অফিস থেকে সরে পড়ার চেষ্টা করছিলেন মৌসুমী ও কৌশিক মাজি নামের দুইজন কর্মকর্তা। তখনি ধরা পড়ে গেলেন সাংবাদিকদের ক্যামেরায়। স্টিং অপারেশনে যা বলেছিলেন, সাফ অস্বীকার করলেন মৌসুমী।

শিক্ষামন্ত্রীর নির্দেশে তত্‍পর পুলিস,পৌছে গেছে কলেজ ক্যাম্পাসে। শুরু হয় তল্লাসি। ঘটনার সঙ্গে জড়িত কৌশিক মাজির সঙ্গের কথা বলাহয়। কিন্তু, কোনও প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেন নি তিনি। কিছুক্ষণের মধ্যেই সংস্থার অন্যতম কর্ণধার কৌশিক মাজিকে বিধনননগর উত্তর থানায় নিয়ে যায় পুলিস। বেশ কিছুখন জিজ্ঞাসার পর সল্টলেকের EE ব্লকের বাড়ি থেকে আটক করা হয় মৌসুমী মাজিকেও। ততক্ষণে সল্টলেকের কলেজ ক্যাম্পাসের সামনে ভিড়। দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন টাকা দিয়ে ডিগ্রি সংগ্রহকারীরা।

ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেট। ভুয়ো ডিগ্রি ঘিরে কত লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়েছে তা জানতে ক্যাম্পাসে চিরুনি তল্লাসি চালায় পুলিস। এই চক্রের জাল কতদূর ছড়িয়েছে তা বুঝতে সাহায্য নেওয়া হচ্ছে সাইবার বিশেষজ্ঞদেরও।
১৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে