শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৭:৪৪:৩৪

ভারতে স্বর্ণ মন্দিরের বাইরে গোলাগুলি

ভারতে স্বর্ণ মন্দিরের বাইরে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের স্বর্ণ মন্দিরের বাইরে গোলাগুলি৷ অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিরোমণি গুরুদ্বরা প্রবন্ধক কমিটির কর্মী গুরপ্রীত সিং৷

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলির শব্দ উসকে দেয় ১৯৮৪-র স্মৃতি৷ আতঙ্ক ছড়ায় স্বর্ণ মন্দিরে আসা পুণ্যার্থীদের মধ্যে৷ তবে মন্দিরের ভিতরে নয়, এদিন গুলি চলে মন্দিরের বাইরে৷ বাইরে থেকে গুলি এসে লাগে গুরুদ্বারায় কর্তব্যরত এসজিপিসি কর্মীর পাগড়িতে৷ পাগড়ি ভেদ করে গুলি তার বুক ছুঁয়ে বেড়িয়ে যায়৷ বুকে হালকা চোট লাগে তার৷  

পাঞ্জাবের পুলিশ কমিশনার জিতেন্দ্র সিং আউলাখ জানান, এদিন স্বর্ণ মন্দির ঘিরে থাকা জলাশয়ের ধারে ডিউটি করছিলেন গুরপ্রীত৷ আচমকাই বাইরে থেকে গুলি এসে আঘাত করে তার পাগড়িতে৷ বহুস্তরীয় পাগড়ি ভেদ করে গুলি লাগে তার জ্যাকেটে৷

জিতেন্দ্র সিং আরও বলেন,  .৩১৫ ক্যালিবার গান থেকে জালিয়ানওয়ালাবাগে গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে৷ কাছ থেকে গুলি চালানো হলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারত৷ তার সন্দেহ, কেউ শূন্যে গুলি চালিয়েছিল৷সেই গুলি ছিটকে এসে আঘাত করে গুরপ্রীতের মাথায়৷ তিনি বলেন, এই ভাবে শূন্যে গুলি চালানো অপরাধ৷ কে এই গুলি চালাল তা তদন্ত করে দেখা হচ্ছে৷ডাকা হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের৷
১৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে