শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৬:১৯

সৌদি বাদশাহ অসুস্থ্, আবোল-তাবোল বকছেন!

সৌদি বাদশাহ অসুস্থ্, আবোল-তাবোল বকছেন!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমানের স্বাস্থ্যের ক্রমেই অবনতি ঘটছে । ৮০ বছর বয়সী এই বাদশাহ মাঝে মাঝে স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন। এমনকি কথা বলার শক্তিও হারিয়ে ফেলছেন। এ পরিপ্রেক্ষিতে নিয়মিত তার স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরব কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে দৈনিক ফিলিস্তিনি মানার।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরো বলেছে, সম্প্রতি বাদশাহ সালমান নিজের পারিপার্শ্বিকতা সম্পর্কে তালজ্ঞান হারিয়ে ফেলেন। এতে বাদশাহকে প্রকাশ্য আসতে না দেয়ার জন্য  ছেলেদেরকে উপদেশ দেন পরিবারের চিকিৎসকরা। সালমানের শারীরিক অবস্থার অবনতি ঘটছে তা সাধারণ মানুষ যেন সহসা জানতে না পারে সে জন্য এ উপদেশ দেয়া হয়। তাকে প্রাসাদের একটি কক্ষে রাখা হয়েছে বলে সূত্রটি দাবি করেছে।

এদিকে অক্টোবরে প্রকাশিত অপর একটি খবরে বলা হয়েছে, বাদশাহ সালমান অ্যালজাইমার সিনড্রোম বা স্মৃতি ভ্রষ্টতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। সৌদি বাদশাহর যাবতীয় তৎপরতা যুবরাজ প্রিন্স মোহাম্মদ নায়েফ চালাচ্ছেন বলেও এ খবরে দাবি করা হয়েছি।

এ ছাড়া, সালমানের ভগ্ন স্বাস্থ্যকে কেন্দ্র করে সৌদি রাজ পরিবারের মধ্যে সিংহাসন নিয়ে তীব্র দ্বন্দ্ব দেখা দেয়ার খবরও প্রকাশিত হয়েছে।
১৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে