বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ০৫:৩৪:৩৫

পাঞ্জাবকে স্বাধীন রাষ্ট্র খালিস্তান গড়ে প্রধানমন্ত্রী হতে চান কেজরিওয়াল : কুমার বিশ্বাস

পাঞ্জাবকে স্বাধীন রাষ্ট্র খালিস্তান গড়ে প্রধানমন্ত্রী হতে চান কেজরিওয়াল : কুমার বিশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক : ২০ ফেব্রুয়ারি ভারতের পাঞ্জাব বিধানসভা নির্বাচন। জনমত সমীক্ষা অনুযায়ী সেখানে সরকার গড়ার দৌড়ে বিজেপি, কংগ্রেসের সাথে সমানে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এমন অবস্থায় দলটির প্রধানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন আম আদমি পার্টির সাবেক নেতা ও জনপ্রিয় হিন্দি কবি কুমার বিশ্বাস। 

এদিন কুমার দাবি করলেন, খালিস্তানি আন্দোলন সমর্থন করেন অরবিন্দ কেজরিওয়াল। এমনকী পৃথক খালিস্তান গড়ে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তিনি। সংবাদ সংস্থাকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে কুমার বিশ্বাস বলেন, “একদিন উনি আমাকে বলেন, হয় আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হব, অথবা স্বাধীন রাষ্ট্র (খালিস্তান) গড়ে প্রধানমন্ত্রী হব।” কুমার আরও জানান, তিনি যখন আপে ছিলেন তখন যে কোনও মূল্যে পাঞ্জাবে ক্ষমতায় আসার কথা বলেছিলেন কেজরিওয়াল। 

পাঞ্জাবে কীভাবে ক্ষমতায় আসা যায় তা নিয়ে আপ প্রধান তার সঙ্গে আলোচনাও করেন। উল্লেখ্য, এক সময় অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ ছিলেন কুমার বিশ্বাস। তিনি আম আদমি পার্টির অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি। ২০১৮ সালে ফাটল ধরে সম্পর্কে। যখন কুমারের বদলে সঞ্জয় সিংকে রাজ্যসভায় মনোনীত করেন কেজরিওয়াল। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দল ছাড়েননি কুমার।

এদিন কেজরিওয়ালের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনেন কুমার বিশ্বাস। এই হিন্দি কবি বলেন, আমি সতর্ক করেছিলাম যে পাকিস্তানের আইএসআই এবং অন্য কিছু ভারত বিরোধী এজেন্সি খালিস্তানবাদী শিখস ফর জাস্টিস সংগঠনকে অর্থ দিয়ে মদত দিচ্ছে। এই কথায় কেজরিওয়ালের উত্তর ছিল, “তাতে কী? আমি একদিন স্বাধীন দেশের (খালিস্তান) প্রথম প্রধানমন্ত্রী হব।” সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে