শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৪:১১:৫১

এটিএমে এবার মিলবে নগদ ঋণ

 এটিএমে এবার মিলবে নগদ ঋণ

আন্তর্জাতিক ডেস্ক : খুব শিগগিরই সহজ হয়ে আসছে ব্যাঙ্ক ঋণ।  এবার অনেক কাজই হয়ে যাবে এটিএম বুথে।  মিলবে নগদ ঋণ।  বৃহস্পতিবার এ বিষয়ে বিভিন্ন ব্যাঙ্ককে একটি নির্দেশ দিয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।  এর ফলে এটিএমের মাধ্যমে আরো বেশি পরিষেবা দিতে পারবে ব্যাঙ্কগুলো।

কীভাবে ঋণ পাওয়া যাবে এটিএম থেকে- এ বিষয়ে জানা গেছে, গ্রাহকরা তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে নগদ ঋণ পাবেন।  অর্থাৎ ডেবিট কার্ডের মতোই ব্যবহার করা যাবে ক্রেডিট কার্ডকে।

এতদিন ঋণ, বিমা বা ক্রেডিট কার্ডের জন্য এটিএম থেকে আবেদন করা যেত।  কিন্তু এটিএমে এ সংক্রান্ত কোনো লেনদেন করা যেত না।  কিন্তু এবার থেকে এটিএমে ডেবিট এবং ক্রেডিট কার্ড মারফত টাকা তোলা যাবে।  এ ধরনের অন্য যেকোনো পরিষেবা দেয়া যাবে এটিএমের মাধ্যমে।

জানা গেছে, এরপর ব্যাঙ্কের কর্মীর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথাবার্তা বলা, পাসবই আপডেট করার মতো পরিষেবা আনার চিন্তাভাবনা চলছে এটিএমকে ঘিরে।  স্মার্টফোনের সঙ্গে এটিএম কীভাবে জোড়া যায় তা নিয়েও চলছে চিন্তাভাবনা।  
১৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে