আন্তর্জাতিক ডেস্ক : নেক্সট জেনারেশনের অত্যাধুনিক হেলিকপ্টার এমআই-৩৫ যুদ্ধবিমান পাকিস্তানের কাছে বিক্রি কারা কথা ছিল আমেরিকার। কিন্তু প্রতিপক্ষ দল থেকে এই নিয়ে কথা উঠায় এই প্রক্রিয়া আপাতত বন্ধ রয়েছে। তবে এবার রাশিয়া নেক্সট জেনারেশনের অত্যাধুনিক হেলিকপ্টার এমআই-৩৫ পাকিস্তানের কাছে বিক্রি করতে যাচ্ছে। গত কয়েকদিন আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান এবং রাশিয়ার মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।
জানা গিয়েছে, এই ধরণের চারটি হেলিকপ্টার বিক্রি করা হচ্ছে পাকিস্তানের কাছে। তবে কবে এগুলি হস্তান্তর করা হচ্ছে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এমনকি কপ্টারগুলি কি ধরণের সে বিষয়েও প্রকাশ্যে এখনও কিছু জানানো হয়নি। তবে অত্যাধুনিক এই হেলিকপ্টারগুলি হাতে পেয়ে গেলে সামরিকদিক থেকে ইসলামাবাদ শক্তিশালী হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
তবে বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকার-ভারত কৌশলগত অংশিদারিত্বকে কেন্দ্র করে রাশিয়া নিজ নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। পাকিস্তানের কাছে সামরিক হেলিকপ্টার বিক্রির মধ্য দিয়ে তাই স্পষ্ট হয়ে উঠেছে। ওয়াশিংটনের দিকে নয়াদিল্লি ক্রমবর্ধমান হারে ঝুঁকে পড়ায় ইসলামাবাদের সঙ্গে সহযোগিতা জোরদারে উদ্যোগ নিয়েছে রাশিয়া।
১৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই