শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৭:৫২

‘গ্রেফতার নয়, মাসুদকে সুরক্ষা দিতেই আটক করেছে পাকিস্তান’

‘গ্রেফতার নয়, মাসুদকে সুরক্ষা দিতেই আটক করেছে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক : পাঠানকোট হামলার তদন্তে জইশে মুহাম্মদের আস্তানায় হামলা চালিয়েছেন পাকিস্তান। আর তখন কয়েকজনকে গ্রেফতার করেছেন। তখন অবশ্য ইতিবাচক সার্টিফিকেট দিয়েছেন ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রীনালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ। অনেক টালবাহানার পর সেই পাকিস্তানেরই পঞ্জাব প্রদেশের মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, জইশ প্রধান মাওলানা মাসুদ আজহার ও তার সঙ্গী-সাথীদের সুরক্ষিত হেফাজতে রাখা হয়েছে। তাদের যে গ্রেপ্তার করা হয়নি, তাও এ কথার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন পাক মন্ত্রী। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

মাসুদ আজহারের আটক প্রসঙ্গে গত দুদিন ধরেই চলছে তীব্র টালবাহানা। মাসুদকে পাক প্রশাসন হেফাজতে নিয়েছে বলে বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম জানালেও, পরে পাকিস্তানের বিদেশ বিষয়ক মন্ত্রনালয় সে বিষয়টি অস্বীকার করে। ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রনালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপও বৃহস্পতিবার জানিয়েছিলেন, মাসুদ আজহারকে আটকের কোনও খবর নেই। তবে, তার অব্যবহিত পরেই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রাণা সানাউল্লাহ জানিয়ে দেন, 'পঞ্জাব পুলিশের সন্ত্রাসদমন শাখার সুরক্ষিত হেফাজতে রাখা হয়েছে মাসুদ আজহার ও তার সঙ্গীদের।'

তবে, পাঠানকোটের হামলায় তারা জড়িত প্রমাণিত হলে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন সানাউল্লাহ। ন্যাশনাল অ্যাকশন প্রোগ্রাম অনুযায়ী নিষিদ্ধ জঙ্গি সংগঠন JeM-এর বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি। পাঠানকোটে হামলায় মাসুদ আজহারকে এই হামলার মূল হোতা হিসেবে শনাক্ত করেছে ভারত। পাকিস্তানকে পাঠানো নথিতে দাবি করা হয়েছে, পাঠানকোটে হামলা চালিয়েছিল মাসুদের ভাই রউফ ও জইশের আরও ৫ জঙ্গি।
১৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে