আন্তর্জাতিক ডেস্ক : পাক এয়ারলাইন্সের অফিসে হামলার অভিযোগে গ্রেফতার হলেন হিন্দু সেনাপ্রধান বিষ্ণু গুপ্তা। শুক্রবার দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই সেনাপ্রধানের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা, সম্পত্তি নষ্ট এবং বেআইনি কাজকর্মের অভিযোগ আনা হয়েছে। দিল্লি পুলিশের ডিসিপি যতীন নারওয়াল বলেন, এই হামলায় জড়িত হিন্দু সেনার অন্যান্য সদস্যদেরও পুলিশ খুঁজছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দিল্লির বারাখাম্বায় পাক এয়ারলাইন্স অফিসে আচমকা ঢুকে হামলা চালায় চার যুবক। অফিসের কম্পিউটার, আসবাব সহ সমস্ত জিনিস ভাঙচুর করে তারা। পরে এই হামলার দায় স্বীকার করে হিন্দু সেনা। পুলিশ ললিত সিং নামে এক হামলাকারীকে গ্রেফতার করে। বাকি চারজন পালিয়ে যায়। তারপর এদিন হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্তাকে গ্রেফতার করল পুলিশ।
উল্লেখ্য, গত অক্টোবরেও গ্রেফতার হয়েছিলেন বিষ্ণু গুপ্তা। দিল্লির কেরালা হাউসে গো-মাংস পরিবেশন নিয়ে হামলা চালানোর অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস