শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৯:২৩:১৯

মধ্য আকাশে ২ সেনা কপ্টারের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১২

মধ্য আকাশে ২ সেনা কপ্টারের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১২

আন্তর্জাতিক ডেস্ক : এবার মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হল দুই সেনা হেলিকপ্টারের। শুক্রবার রাতে মাঝ আকাশে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপের উপর এই সংঘর্ষটি হয়। এই সংঘর্ষে দুটি কপ্টারই ভেঙে পড়েছে এবং এই দুই কপ্টারের ১২ জন যাত্রীর কোনও খোঁজ মেলেনি। ১২ জনেরই মৃত্যু হয়েছে বলে মার্কিন উপকূল বাহিনীর আশঙ্কা।

মার্কিন উপকূল বাহিনীর মুখপাত্র মেজর ক্রিশ্চিয়ান ডিভাইন বলেন, মেরিন হেভি হেলিকপ্টার স্কোয়ার্ডন ৪৬৩ এবং মেরিন এয়ারক্রাফ্‌ট গ্রুপ ২৪-এর মুখোমুখি সংঘর্ষ হয়। মেরিন এয়ারক্রাফ্‌টের বিমানটি প্রথমে হাওয়াই দ্বীপের উপর মেরিন হেভি হেলিকপ্টারের সামনে চলে এসছিল বলে জানান মার্কিন উপকূল বাহিনীর মুখপাত্র। তিনি বলেন, দুটি কপ্টারেরই রাতের প্রশিক্ষণ চলছিল। দুটি কপ্টারেই ৬ জন করে মোট ১২ জন ছিলেন। দুর্ঘটনার পর দুটি কপ্টারেই আগুন ধরে যায়। তারপর বেশ কয়েক ঘণ্টা পর এগুলির ধ্বংসাবশেষ সমুদ্রে পাওয়া যায়। কিন্তু এই ধ্বংসাবশেষের মধ্যে কপ্টারের কোনও যাত্রীকে পাওয়া যায়নি। কারওর দেহও মেলেনি। তাই কপ্টারের সকলেরই মৃত্যু হয়েছে বলে মার্কিন উপকূল বাহিনীর আশঙ্কা। তবে কপ্টার যাত্রীদের খোঁজে সাগরে তল্লাশি চলছে বলে জানান মেজর ডিভাইন।  
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে