শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ১১:৩৯:১৮

ইসলামকে ভালবেসে নিজের হাত কেটে বিরল দৃষ্টান্ত বালকের

ইসলামকে ভালবেসে নিজের হাত কেটে বিরল দৃষ্টান্ত বালকের

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মদ্রোহিতার অপরাধ করে অনেকেই দম্ভ করেন। বিন্দুমাত্র অপরাধবোধ কাজ করে না তােদর মনে। কিন্তু কেউ কেউ এমন গুরুতর অপরাধ করেও অনুতপ্ত হয়। তবে এই ঘটনা বিশ্বে বিরল। এমনই এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ১৫ বছরের এক কিশোর। ধর্মদ্রোহিতার অপরাধ করেছে এমন বিশ্বাসের কারণে নিজের হাত নিজেই কেটে ফেলেছে সে।

শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে ১২৫ কিলোমিটার দূরে হুজরা শাহ মুকিম জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ প্রধান নওশের আহমেদ জানান, গ্রামের মসজিদের ইমাম একটি জমায়েতে মুসল্লিদের উদ্দেশে বলেন, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসে তারা সবসময় নামাজ আদায় করে। এরপর তিনি জানতে চান কে কে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। এসময় ইমামের প্রশ্নটি ভালো করে না শুনেই হাত তোলে আনোয়ার।

এএফপি জানিয়েছে, তাকে হাত তুলতে দেখে সমবেত মুসল্লিরা সঙ্গে সঙ্গে তাকে ধর্মদ্রোহী হিসাবে অভিযুক্ত করে। পরে আনোয়ার তার বাড়িতে চলে যায় এবং সে যে হাতটি তুলে ধরেছিলো সেটি কেটে ফেলে। ওই কাটা হাতটি একটি পাত্রে করে সেটি মসজিদের ইমামকে উপহার দেয় সে।

পুলিশ প্রধান বলেন, তিনি একটি ভিডিও দেখেছেন যেখানে গ্রামের রাস্তায় মানুষ আনোয়ারকে অভিনন্দন জানাচ্ছে এবং তার বাবা-মা বিষয়টি নিয়ে গর্ব প্রকাশ করছেন।

এ বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি। পুলিশের কাছে এ ব্যাপারে কোনো রেকর্ড না থাকায় এ বিষয়ে কোনো তদন্তও হবে না।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে