শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ১২:২১:০৪

পাঠানকোট হামলায় আমেরিকার জড়িত থাকার দাবি ভারতের

পাঠানকোট হামলায় আমেরিকার জড়িত থাকার দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঠানকোটের সেনা ছাউনিতে ভয়াবহ হামলার নেপথ্যে রয়েছে আমেরিকা। এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। সংস্থাটির তদন্তে উঠে এসেছে পাঠানকোটে হামলা চালানো জঙ্গিরা যে বাইনোকুলার ব্যবহার করেছিল তা আমেরিকায় তৈরি। শুধু তাই নয়, ওই বাইনোকুলারগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছিল আমেরিকার সেনাবাহিনীর জন্য। এর পিছনে দু'টি সম্ভবনা খুঁজে পাচ্ছেন তদন্তকারী গোয়েন্দারা।

প্রথমত, আফগানিস্তানে মার্কিন সেনা ছাউনি থেকে সেগুলি চুরি করে থাকতে পারে হামলাকারী গোষ্ঠী জায়েশ-ই-মহম্মদের লোকেরা। দ্বিতীয়ত, পাকিস্তানের সেনাবাহিনীর জন্য আমেরিকা থেকে যেসব সামগ্রী আসে সেখান থেকেও জোগাড় করতে পারে হামলাকারীরা। পাঠানকোটে উদ্ধার হওয়া জঙ্গিদের ওই বাইনোকুলারগুলোর প্রতিটিতে রয়েছে আলাদা সিরিয়াল নম্বর। তার ভিত্তিতেই আমেরিকার কাছে তথ্য চাওয়া হবে বলে জানা গিয়েছে এনআইএ সূত্রে। কলকাতা২৪ জানিয়েছে, ওই বাইনোকুলার গুলি কোথা থেকে কিভাবে চুরি হয়েছিল সেই তথ্য পাঠানকোট হামলার তদন্তের জন্য খুব গুরুত্বপূর্ণ।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে