শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০১:১৮:০৯

হোটেলে ভয়াবহ হামলা, ৬৩ জিম্মি উদ্ধার

হোটেলে ভয়াবহ হামলা, ৬৩ জিম্মি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : একটি হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছ মুখোশধারী বন্দুকধারীরা। সেখানে অভিযান চালিয়ে জিম্মি করা ৬৩ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। যাদের ৩৩ জনই আহত। তবে বন্দুকধারীদের অবস্থান সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

শনিবার আফ্রিকান দেশ বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুর একটি হোটেলে এই হামলা হয় বলে জানিয়েছে এএফপি।

এর আগে দেশটির স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্প্লেনডিড নামের হোটেলটির বাইরে প্রথমে দুটি গাড়ি বোমা হামলা চালায় মুখোশধারী বন্দুকধারীরা। এসময় অন্তত ২০ জন নিহত এবং ১৫ জন আহত হন।

এরপর তিন থেকে চার মুখোশ পরা হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে এবং হোটেলে থাকা দেশটির সরকারি পর্যায়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তাসহ অন্যন্যদের জিম্মি করে। প্রত্যক্ষদর্শীরা বলছে, হোটেলের একটি অংশে অগ্নিসংযোগ করা হয়েছে।

পরে জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী হোটেলের ভেতরে অভিযান শুরু করে।

এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে আরো বলা হয়েছে, উয়াগাদুগু বিমানবন্দরের কাছে অবস্থিত স্পেনডিড নামে ওই হোটেলটিতে জাতিসংঘের কর্মকর্তারা ও পশ্চিমা দেশগুলোর পর্যটকরা বুকিং নিয়ে থাকে।

এ হামলায় এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে আন্তর্জাতিক জিহাদি তৎপরতা পর্যবেক্ষণকারী একটি সংস্থা এ ঘটনায় আল কায়েদার ইসলামি মাগরেবকে দায়ী করেছে।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে