আন্তর্জাতিক ডেস্ক : অনাহূত কেউ যদি অনিষ্ট সাধনের উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে তবে বাড়ির মালিকরা তাকে উত্তম-মধ্যম দিতে পারবেন। এতে মানবাধিকার লঙ্ঘন হবে না। ‘চোর পিটুনি’ আইনে এমন বৈধতা দিয়েছে ব্রিটিশ হাইকোর্ট।
একটি ঐতিহাসিক রায়ে হাইকোর্ট জানিয়েছে, নিজেদের জান-মাল রক্ষার্থে যদি সিঁধেল চোর বা অনাহূত কোনো আক্রমণকারীকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ প্রহার করা হয় তবে মানবাধিকার লঙ্ঘন হবেনা।
ডেইলি মেইল জানিয়েছে, ২০১৩ সালে, তখনকার বিচারপতি ক্রিস গ্রেলিং আত্মরক্ষা আইন কঠিন করেন এবং চোরকে আঘাত করা যাবে কিনা তা নিয়ে দ্বিধা বিভক্ত রুল জারি করেন।
তবে এবারের রায়ে হাইকোর্ট নিশ্চিত করেছে, যুক্তরাজ্যের কোনো বাড়িতে চৌর্যকর্ম সাধনে কোনো সিঁধেল চোর প্রবেশ করলে বাড়ির মালিকরা তাকে প্রতিহত করার জন্য মারধরসহ জখম করার অধিকার পেলেন এবং এতে তাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হতে হবেনা।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস