আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও যে কারো উপর ভরসা করেন এবার তা জনাগেল। সামনে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর সেই নির্বাচনে দুশমদের কব্জা করতে তিনি সাহার্য্য কামনা করলেন বাজরাঙ্গবলির কাছে। এই কথাটি নিজেই স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সব কাজে তার অনুপ্রেরণার এক মাত্র ভরসাই নাকি ছোট একটি বাজরাঙ্গবলির মূর্তি। অার তাই এই ছোট মূর্তিটি তিনি সবসময় নিজের পকেটেই রাখেন। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
গতকাল শুক্রবার একটি সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন আমেরিকার দু'বারের রাষ্ট্রপ্রধান বারাক হোসেন ওবামা। ইউটিউব কর্তৃক আয়োজিত ওই সাক্ষাতকারে ওবামাকে প্রশ্ন করছিলেন তিনজন। আমেরিকার রাষ্ট্রপতি কি এমন কিছু সর্বক্ষণ বহন করেন যা খুব গুরুত্বপূর্ণ? উত্তর যেন আগে থেকেই ঠিক করা ছিল। তিনি উঠে দাঁড়িয়ে ডান পকেটে হাত ঢোকালেন আর পকেট থেকে বাহির করে আনলেন ছোট একটি হনুমানের মূর্তি। এই মূর্তি দেখে সবাই যেন অবাক তার কারণ সবাই মনে করেছিলেন, পোপ ফ্রান্সিসের দেওয়া খ্রিষ্টান জপ যন্ত্র কিংবা লাফিং বুদ্ধ বেরিয়ে আসবে তার পকেট থেকে।
তবে এই মূর্তিটি পকেটে রাখার বিষয়ে কিছুক্ষণ পর ব্যাখ্যা দিলেন বারাক ওবামা। তিনি জানালেন, এটা হিন্দু দেবতা হনুমানের মূর্তি। ২০০৭ সালে আমায় একজন এটা দিয়েছিল। অনেক খারাপ সময়ে এই মূর্তিই আমায় রক্ষা করেছে। ক্লান্ত হয়ে পড়লে কিংবা নিরুৎসাহিত বোধ করলে এই ছোট্ট হনুমান মূর্তিই তাকে রক্ষা করে বলেও জানিয়েছেন বিশ্বের সবথেকে বড় শক্তিধর রাষ্ট্রের রাষ্টপ্রধান।
ওবামা জানান, এগুলিকে কখনোই তিনি দুরে রাখেন না। সবসময় নিজের পকেটেই রাখার চেষ্টা করেন তিনি। তবে তিনি কুসংস্কারগ্রস্ত নন বলে দাবি করেছেন। তার এই সব 'লাকি চার্ম' তাকে 'feel good' অবস্থায় নিয়ে যায় বলে জানিয়েছেন ওবামা।
১৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই