শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৮:১৩

তাইওয়ানে প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত

তাইওয়ানে প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে প্রথম বারের মতো নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। এই নির্বাচনে দেশটির জনগনের ভোটের মাধ্যমে প্রথম বার রাষ্ট্রপতি নির্বাচিত হন সাই ইং ওয়েন। তিনি বিরোদী দলিয় প্রার্থী হওয়া শর্তেও বিপুল ভোটের ব্যবধানে তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। গণতন্ত্রপন্থি ডিপিপি সাইয়ের বিজয়ী ভাষণের ব্যবস্থা করছে। তিনি এক ঘণ্টার মধ্যেই বিজয়ী ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে পরাজয় মেনে নিয়েছে ক্ষমতাসীন দল কুমিংটাংয়ের (কেএমটি) প্রধান এরিক চু। দেশটির বিজয়ী দল তাইওয়ান’স ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) চীনের কাছ থেকে তাইওয়ানের পূর্ণ স্বাধীনতা অর্জনের পক্ষে। দেশটিকে একটি বিচ্ছিন্নতাবাদি দ্বীপ হিসেবে বিবেচনা করে চীন। শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানকে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নিতে চায় দেশটি।

ক্ষমতাসীন দল কেএমটির রাষ্ট্রপতি প্রার্থী এরিক চু বলেন, আমরা ক্ষমতাসীন দল হওয়া শর্তেও এই নির্বাচনে মাত্র ৩০ শতাংশ ভোট পেয়েছি। আমরা পরাজিত হয়েছি এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং পার্টির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। ফলাফল ঘোষণার পরপরই সাই ইং-ওয়েনকে নতুন রাষ্ট্রপ্রতি হিসেবে স্বাগত জানিয়েছেন তিনি।

তাইওয়ান এবং চীনের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের কয়েক মাস পরেই এ নির্বাচন অনুষ্ঠিত হলো। গত ৭০ বছরের বেশিরভাগ সময়ই তাইওয়ানের ক্ষমতায় ছিল কেএমটি। ডিপিপি’র জন্য এটা দ্বিতীয় বারের বিজয়। এর আগে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল ডিপিপি।

এদিকে ডিপিপির প্রধান কর্যালয়ের সামনে সমর্থকরাও কান্না করেন, তবে তাদের এ কান্না ছিল বিজয়ের কান্না।
১৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে