শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৯:২৪:২৪

মার্কিন হেলিকপ্টারের সঙ্গে হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ

মার্কিন হেলিকপ্টারের সঙ্গে হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই উপকূলে মার্কিন নৌবাহিনীর দুটি সেনাবাহী হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন মেরিন সেনা নিখোঁজ রয়েছেন।  তাদের উদ্ধারে নৌবাহিনী কোস্টগার্ড ও বিমানবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছেন।

ঝড়ো আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।  খবর : রয়টার্স

উপকূল থেকে ১৩ কিলোমিটার দূরবর্তী ওয়াহু দ্বীপের কাছে নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণের সময় দুটি সিএইচ-৫৩ই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়।  হেলিকপ্টার দুটি ফার্স্ট মেরিন এয়ার উইং ইন হাওয়াইয়ের মেরিন হেভি হেলিকপ্টার স্কোয়াড্রন ৪৬৩ তে সংযুক্ত ছিল।

সংঘর্ষে বিশাল আকারের অগ্নিকুন্ড তৈরি হয়।  তবে সংঘর্ষের সময় কোনো হেলিকপ্টার থেকেই বিপদ সংকেত দেয়া হয়নি বলে রয়টার্সের খবরে জানা গেছে।  

সৈকতে ভ্রমণকারীরা আগুনের গোলা দেখতে পেয়ে ঘটনাটি সম্পর্কে অবগত করলে জানতে পারে মার্কিন সেনাবাহিনী।  তবে সংঘর্ষের কারণ বা কাউকে জীবিত উদ্ধার করা হয়েছে কি না তা এখনো জানা যায়নি।

কোস্ট গার্ডের এক মুখপাত্র বলেছেন, সাগরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ চিহ্নিত করা গেছে।  এগুলো ২ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।  

কোস্টগার্ডের প্রধান জনসংযোগ কর্মকর্তা সারা মুরস বলেছেন, প্রতিকূল আবহাওয়া থাকায় সারারাত ধরে উদ্ধার অভিযান চলবে।  

মেরিন ক্যাপ্টেন টিমথি আইরিশ বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে।  তবে কতক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলবে তা জানাননি তিনি।
১৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে