শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ১১:১৭:১২

ক্রিকেট প্রশাসন নিয়ে যা বললেন রাহুল গান্ধী

ক্রিকেট প্রশাসন নিয়ে যা বললেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : রাজনীতিবিদদের ক্রিকেট থেকে দূরে থাকতে বললেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।  শনিবার নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধেও সরব হন তিনি।

ওইদিন ম্যানেজমেন্ট স্কুলের ছাত্রদের সঙ্গে আলাপচারিতার সময় রাহুল বলেন, আমার মনে হয় রাজনীতিবিদদের ক্রিকেট প্রশাসন থেকে দূরে থাকা উচিত।  ক্রিকেটারদেরই ক্রিকেট প্রশাসনে আসা উচিত।  রাজনীতিবিদদের ক্রিকেট প্রশাসনে আসাই উচিত নয়।

রাহুল বলেন, ২৬/১১ হামলার পরবর্তী সময়ে দেশের কংগ্রেস পরিচালিত সরকার পাকিস্তান নিয়ে অবস্থান বদল করেছিল।  পাঠানকোট হামলার পর নীতিনির্ধারণ করতে পারছে না মোদি সরকার।  

তিনি বলেন, পাঠানকোট হামলার দায়িত্ব নিয়েছে জাতীয় উপদেষ্টা পর্ষদ।  এটা তো জাতীয় উপদেষ্টার কাজই নয়।  কীভাবে ওরা এ কাজ করতে পারে প্রশ্ন রাখেন রাহুল।
 ১৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে