রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০২:৪৬:৪৭

জম্মুতে ভারতীয় সেনাবাহিনীর ঘাতক প্ল্যাটুন

জম্মুতে ভারতীয় সেনাবাহিনীর ঘাতক প্ল্যাটুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট হামলার পর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় সেনাবাহিনী৷ আগাম সতর্কতা অবলম্বন করতে তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল উত্তর ভারতের জম্মুকে৷ ৩০ থেকে ৪০টি ঘাতক প্ল্যাটুন মোতায়েন করলো ভারতীয় সেনাবাহিনী৷

ভারতীয় সেনা সূত্রে খবর, এক একটি প্লাটুনে সাধারণত ২০ জন কমান্ডো থাকে৷ আপাতত এই ঘাতক প্লাটুনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে৷ যাতে আচমকা কোনও হামলা হলে তার মোকাবিলা করা সম্ভব হয়৷

উল্লেখ্য, গত ২ জানুয়ারি পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ছয় সশস্ত্র জঙ্গি৷ গুলির লড়াইয়ে শহিদ হন সাত সেনা জওয়ান৷ জখম হন ২১ জন৷ সেনাবাহিনীর পালটা গুলিতে খতম হয় ছয় জঙ্গি৷ এই ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷

১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে