আন্তর্জাতিক ডেস্ক : এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের মা এবং দুই যমজ ছেলের খুন রহস্য নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে। তিনতলার একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের গলা কাটা অবস্থায় এক নারী ও তাঁর দুই কিশোর পুত্রের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ৪৩ বছরের ওই নারীর নাম জেসিকা ফনসেকা। আর মৃত দুই কিশোর যমজ ভাই – ১৬ বছর বয়স তাদের। নিহত মহিলার স্বামীও গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার দক্ষিণ কলকাতার পাম এভিনিউ এর অভিজাত এলাকায় ঘটে এই ঘটনা। পরিবারের কর্তা আহত নেইল ফনসেকা কে হাসপাতালে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে পেরেছে পুলিশ। কথা বলা হচ্ছে ফনসেকার মেয়ে, শ্যালিকা ও কয়েকজন পরিচিতকে-ও।
পুলিশের গোয়েন্দা প্রধান দেবাশীষ বড়াল বিবিসিকে বলেন, প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে পারিবারিক বিবাদের ফলেই এই খুন। ফনসেকা গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন। তাঁর সঙ্গে খুব বেশীক্ষণ কথা বলা যায় নি। তিনি কিছু সূত্র দিয়েছেন। তদন্ত চলছে। মৃতদেহগুলি ময়না তদন্তে পাঠানো হয়েছে।
পুলিশের সূত্রগুলি থেকে জানা যাচ্ছে যে ফনসেকা জানিয়েছেন যে তাঁর স্ত্রী দুই ছেলে হত্যা করছেন দেখে তিনি বাধা দিতে যান এবং মেরে ফেলেন স্ত্রীকে। তাঁর এই বক্তব্য কতটা সঠিক তা নিয়ে পুলিশ নিশ্চিত নয়।
আরও জানা গেছে যে ফনসেকার মেয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন এবং তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। রাতে উচ্চমধ্যবিত্ত এই গোটা পরিবারটিই একটি পার্টিতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে দুই ছেলে, মেয়ে, শ্যালিকা ও স্ত্রী সহ নেইল ফনসেকা সকলে নিজেদের ফ্ল্যাটেই ছিলেন।
কেন মেয়ে বা শ্যালিকা স্বামী স্ত্রীর ঝগড়া,বিবাদ এবং ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন না, তা পুলিশের কাছে এখনও পরিষ্কার নয়।
কোনও বিবাহ বহির্ভূত সম্পর্ক এই তিন খুনের কারণ কী না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস