আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানীর একটি হোটেলে গতকালের সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। ওই হামলার ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। শুক্রবার রাতে রাজধানী ওয়াগাদুগুর একটি হোটেলে সন্ত্রাসী হামলা হয় যে হোটেলটি মূলত জাতিসংঘের কর্মকর্তা ও পশ্চিমা দেশগুলোর পর্যটকদের পছন্দের একটি জায়গা। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
ইসলামি জঙ্গিদের ওই হামলায় নিহতের ঘটনায় বুরকিনা ফাসোতে তিনদিনের শোক পালন করা হচ্ছে। সন্ত্রাসী হামলার পর বুরকিনা ফাসোয় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। দেশটির নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন, নিহতরা আঠারটি দেশের নাগরিক। নিহতদের মধ্যে চারজন হামলাকারীও রয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন ওই হামলায় তার দেশের ছয়জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও দুজন ফরাসি, দুজন সুইস নাগরিক এবং একজন নেদারল্যান্ডের নাগরিকের পরিচয়ও জানা গেছে। আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব নামের একটি জিহাদি গ্রুপ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
শুক্রবার রাতে স্প্লেনডিড হোটেলে বেশ কয়েকজন মুখোশ পড়া বন্দুকধারী হঠাৎ ঢুকে পড়ে গুলি করতে শুরু করে। এর আগে হোটেলের সামনে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তারা পাশের একটি কাপুচিনো ক্যাফেতেও হামলা করে।
১৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই