শুক্রবার, ১৩ মে, ২০২২, ০৭:২৯:১৭

যে কারণে টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছেন মাস্ক

যে কারণে টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছেন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: সপ্তাহ দুই না ঘুরতেই ইলন মাস্ক জানিয়েছেন, ৪৪ বিলিয়ন ডলারের টুইটার অধিগ্রহণ করার চুক্তি আপাতত স্থগিত করেছেন তিনি। 

মাস্ক বলেন, ‘ফেক অ্যাকাউন্ট ও স্প্যামের বিষয়ে কিছু হিসেব নিকেশের কারণে টুইটার চুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে।’

মাস্কের এই ঘোষণার পর টুইটারের শেয়ারের দাম ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। 
এক টুইটে ইলন মাস্ক বলেছেন, টুইটারে স্প্যাম বা জাল অ্যাকাউন্ট পাঁচ শতাংশেরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে, এমন দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এ চুক্তি স্থগিত থাকবে। সূত্র: সিএনএন

এমটিনিউজ২৪.কম এর খবর পেতে ডান দিকের স্টার বাটনে ক্লিক করে গুগল নিউজ (Google News) ফিডটি ফলো করুন!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে