আন্তর্জাতিক ডেস্ক : জোড়-বিজোড় ফর্মুলায় দিল্লির দূষণ কমেছে কি না তা নিয়ে চলছে দ্বন্দ্ব। দিল্লি সরকারের দাবি, জোড়-বিজোড় ফর্মুলা চলাকালীন দিল্লির দূষণ কমেছে ৫০ শতাংশ।
এ পরিস্থিতিতে জোড়-বিজোড় ফর্মুলা সফল করার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জ্ঞাপনের দিনই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখে কালি ছুড়ে মারলেন এক মহিলা। রোববার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে পেনের কালি ছুড়ে মারেন ওই মহিলা।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
কেজরিওয়াল মঞ্চে উঠে বক্তব্য দেয়ার সময় হঠাত্ এক মহিলা নিরাপত্তাবলয় ভেদ করে পেনের কালি ছোড়েন মুখ্যমন্ত্রীর মুখে। কালির ছিটে কিছুটা কেজরিওয়ালের মুখে লাগে। ঘটনাস্থলে থাকা পুলিশ মহিলাকে আটক করলেও চিরাচরিত 'গান্ধীগিরি' পন্থায় কেজরিওয়াল নিরাপত্তারক্ষীদের বলেন, ওঁকে ছেড়ে দিন। যখনই দিল্লিতে ভালো কিছু হয়, এ রকম ঘটনা ঘটে।
২০১৪ সালের ৪ এপ্রিলের ঘটনাতে একই রকম গান্ধীগিরি ব্যবহার করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেবার দক্ষিণ দিল্লিতে আপ-এর একটি র্যালি চলাকালীন কেজরিওয়ালকে থাপ্পড় মারেন এক ব্যক্তি।
পরে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান কেজরিওয়াল। বাড়ির দাওয়ায় বসে মন দিয়ে শোনেন তার বিরুদ্ধে কি সেই অভিযোগ। কেজরিওয়ালের কাছে শেষপর্যন্ত ক্ষমাও চেয়ে নেন ওই ব্যক্তি।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম