রবিবার, ২২ মে, ২০২২, ০৪:৫০:৪০

সুখবর নকিয়ার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য!

সুখবর নকিয়ার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য!

সুখবর নকিয়ার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য! অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম (ওএস) যুক্ত করা হয়েছে নকিয়ার বেশ কয়েকটি স্মার্টফোনে। সম্প্রতি নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল এ আভাস দিচ্ছে, তাদের সাশ্রয়ী স্মার্টফোন নকিয়া ২.৪ এ নতুন আপডেট দেয়া হচ্ছে। খবর গিজমোচায়না।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নকিয়ার ওই বাজেট স্মার্টফোনটিতে অ্যানড্রয়েড ১২ আপডেট দেওয়া হয়েছে। বর্তমানে ফ্রান্স ও পাকিস্তানে সহজলভ্য স্মার্টফোনগুলো এ আপডেট পেয়েছে।

নকিয়া ২.৪ বাজেট ফোনটিতে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। সঙ্গে রয়েছে ওয়াটারড্রপ নচ। অ্যানড্রয়েড আপডেটটির ডাটা সাইজ ১ দশমিক ৭৫ জিবি। বর্তমানে অল্প কিছু অঞ্চলের জন্য এ আপডেট সহজলভ্য হলেও শিগগিরই অন্যান্য অঞ্চলে পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে