সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ১০:০২:০৬

নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় ইরানে আর ধস নামে সৌদি স্টক মার্কেটে

নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় ইরানে আর ধস নামে সৌদি স্টক মার্কেটে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এর জেরে ধস নেমেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের স্টক মার্কেটে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরান নতুন উদ্যমে তেল উত্তোলন করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারবে। তবে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
 

শনিবার সৌদি আরবের স্টক মার্কেটে শতকরা সাত ভাগ দরপতন হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় ধরনের দরপতনের ঘটনা। ব্রেন্ট অয়েল প্রতি ব্যারেলের দাম ২৯ ডলারে নেমে আসার পর সৌদি স্টক মার্কেটে দরপতন ঘটে।


সৌদি আরব যখন বাজেট ঘাটতির কারণে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে তখন স্টক মার্কেটে এ ধসের ঘটনা ঘটলো। প্রতি ব্যারেল তেলের দাম ৪০ ডলার হিসাবে সৌদি আরবের বর্তমান বাজেট প্রণয়ন করা। সে কারণে যদি তেলের দাম বর্তমান অবস্থায় থাকে তাহলে দেশটিকে আরো বেশি ব্যয় সংকোচন করতে হবে যে কারণে দেশটিতে অর্থনৈতিক মন্দাও দেখা দিতে পারে।


এদিকে, পারস্য উপসাগরীয় এলাকার আরো সাতটি দেশের স্টক মার্কেটে শনিবার ধস নামে। তবে ইরানের শেয়ার সূচক এক শতাংশ বেড়েছে। চলতি বছর শুরুর পর ইরানের শেয়ার সূচক এ পর্যন্ত শতকরা ৬ ভাগ বেড়েছে।
১৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে