সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ১০:৪০:২৩

৫ কোটি ডলারের বিনিময়ে সম্পর্ক ছিন্ন!

৫ কোটি ডলারের বিনিময়ে সম্পর্ক ছিন্ন!

আন্তর্জাতিক ডেস্ক : এক দেশের সাথেেআর একটি দেশের সম্পর্ক গড়ে ওঠে বহুমাত্রিক। এই সম্পর্ক যেমন এক দিনে গড়ে ওঠে না কেমনি এক দিনে শেষও হয় না। কিন্তু এখন দেখা যাচ্ছে অর্থের বিনিময়ে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করছে রাষ্ট্র। সৌদি আরবের কাছ থেকে ৫ কোটি ডলারের অর্থসাহায্য পেয়ে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সোমালিয়া। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়ে বলেছে, তাদের কাছে এ সংক্রান্ত শক্ত দলিল-প্রমাণ রয়েছে।
 

রিয়াদ এ খবরের সত্যতা স্বীকার বা অস্বীকার না করলেও বলেছে, সোমালিয়াকে অনেক আগে থেকেই অর্থ সাহায্য দেয় সৌদি আরব এবং ইরানের সঙ্গে সোমালিয়ার সম্পর্ক ছিন্ন করার সাথে এর কোনো সম্পর্ক নেই। একই ধরনের বক্তব্য দিয়েছেন সোমালিয়ার অর্থমন্ত্রী মোহাম্মাদ আদান ইব্রাহিম।


তাদের এ সংক্রান্ত প্রশ্নের কোনো জবাব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি। তবে বার্তা সংস্থাটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোকে নিজের পক্ষে টানার লক্ষ্যে সোমালিয়াকে অর্থসাহায্য দিয়েছে সৌদি আরব।


একজন কূটনীতিক রয়টার্সকে বলেছেন, “সৌদি আরব অর্থসাহায্য দেয়ার প্রলোভন অথবা এ ধরনের সাহায্য বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে আঞ্চলিক দেশগুলোকে কাছে টানার চেষ্টা করছে।”

 
বার্তা সংস্থাটি বলেছে, কেনিয়ায় সৌদি আরব ও সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এ সংক্রান্ত দলিল বিনিময় হয়েছে। এতে দেখা যাচ্ছে, মোগাদিশুর হাতে নগদ দুই কোটি ডলার সাহায্য তুলে দেবে রিয়াদ এবং সোমালিয়ায় বাকি তিন কোটি ডলারের পুঁজি বিনিয়োগ করবে সৌদি আরব।


গত ৭ জানুয়ারি রিয়াদ ও মোগাদিশুর মধ্যে এই চুক্তি সই হয় এবং সেদিনই ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সোমালিয়া।


সৌদি সরকার প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরান এর তীব্র প্রতিবাদ জানালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। এরপর ‘সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের’ অজুহাতে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মোগাদিশু।
১৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে