আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইতিহাসে এই প্রথম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেই ঐতিহ্যবাহী উট বাহিনী। দিল্লির কুচকাওয়াজে যোগ দিচ্ছে না বিএসএফের রাজস্থান সেক্টরের উট রেজিমেন্ট। সরকারি অফিসাররা জানিয়েছেন, কোনও নির্দেশিকা না মেলায় এবার মরু সীমান্তের উট সওয়ার বাহিনী এবং তাদের ব্যান্ডবাদকেরা রাজধানীর কুচকাওয়াজের মহড়ায় যোগ দিতে পারেননি৷
যদিও গত কয়েক মাস ধরেই বিএসএফের ৯০ সদস্যবিশিষ্ট এই উট বাহিনী রাজধানীতেই রয়েছে। কিন্তু খাতায় কলমে কোনও নির্দেশ জারি না হওয়ায় তারা কুচকাওয়াজের মহড়ায় যোগ দিতে পারেনি। ১৯৭৬ সাল থেকে বিএসএফের এই উট বাহিনী সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নিয়মিতভাবে অংশ নিচ্ছে। তার আগেও অবশ্য ১৯৫০ সাল থেকেই এই অভিনব বাহিনী দেখা যেত। তবে সেই বাহিনী ছিল সরাসরি ভারতীয় সেনাবাহিনীর৷ ১৯৭৬ সাল থেকে বিএসএফের উট বাহিনী সেই জায়গা নেয়।
১৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস