সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৩:৩৬:১০

রোগী মারা ডাক্তার!

রোগী মারা ডাক্তার!

আন্তর্জাতিক ডেস্ক : শিরোনামে বিশ্বাস না হলেও কিন্তু তিনি রোগী মারা ডাক্তার।  মার্কিন মুলুকে তার নামই হয়ে গেছে 'ডক্টর ডেথ'।  হবেই না কেন কেন? তার হাতে গত কয়েক বছরে মারা গেছে ৩৬ জন রোগী।  বেশির ভাগ মৃত্যুই প্রয়োজনের অতিরিক্ত ওষুধ প্রয়োগে ও ভুল চিকিত্‍‌সায়।  মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত চিকিত্‍‌সক নরেন্দ্র নাগারেড্ডিকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এ তথ্য জানা গেছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

 

মনোরোগের চিকিত্‍‌সক নরেন্দ্র নাগারেড্ডির চেম্বার ছিল জর্জিয়ার ক্লেটন কাউন্টিতে।  সম্প্রতি এক রোগীর আত্মীয় ওই ডাক্তারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন।  নাগারেড্ডির চিকিত্‍‌সায় তাঁর বোনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে অন্য ডাক্তার দেখান তিনি।  সেই ডাক্তার তো নাগারেড্ডির প্রেসক্রিপশন দেখে চমকে ওঠেন।  মারাত্মক সব পেনকিলার।

 

মার্কিন পুলিশ শনিবার অভিযান চালায় নাগারেড্ডির চেম্বারে।  সেখানেই তাকে গ্রেপ্তার করে।  জানা গেছে, গত কয়েক বছরে এ চিকিত্‍‌সকের হাতে মৃত্যু হয়েছে ৩৬ জনের।  তার মধ্যে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে প্রয়োজনের অতিরিক্ত ওষুধ প্রয়োগে।  একইসঙ্গে প্রচুর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

 

মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মনোরোগের চিকিত্‍‌সা ছাড়াও রোগীর যেকোনো অসুখের ওষুধ টাকার বিনিময়ে দিয়ে দিত নাগারেড্ডি। 

 

মারাত্মক ডোজের সেই সব ওষুধ।  বেশির ভাগ রোগীরই শরীরে বিষক্রিয়া হয়ে যেত।  নাগারেড্ডির কাছে চিকিত্‍‌সারত কিছু রোগীর শরীরেও মিলেছে মারাত্মক ডোজের পেন কিলার, যা যেকোনো মুহূর্তে রোগীর হৃদযন্ত্র বিকল করে দিতে পারে।  মার্কিন যুক্তরাষ্ট্রে নাগারেড্ডিকে সবাই মৃত্যুর ডাক্তার বলেই আখ্যা দিচ্ছেন।

১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে