আন্তর্জাতিক ডেস্ক : মামলা থেকে খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। আজ সোমবার এই মামলা থেকে তাকে মুক্তি দিয়েছে কুয়েত্তার জঙ্গি দমন অাদালত। আদালত সূত্রে জানা যায়, এদিন বুগতি খুনসহ পারভেজ মোশাররফের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে দেয় জঙ্গি দমন আদালত। কবর থেকে বুগতির দেহ তুলে এনে ময়নাতদন্ত করার আবেদন জানিয়েছিলেন বুগতি-পুত্র নওয়াবজাদা জামিল আকবর বুগতি। এদিন সেই আবেদনও খারিজ করে দেয় আদালত। কলকাতা ২৪ এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
একইসঙ্গে এই মামলায় পারভেজ মোশারফ সহ অন্যান্য অভিযুক্তদের সমস্ত অভিযোগ খারিজ করে দেয় আদালত। ফলে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব শেরপাও নির্দোষ সাব্যস্ত হলেন। যদিও আদালতের এই রায়কে ‘অবিচার এবং জোক্স’ বলে মন্তব্য করেছেন বুগতির পরিবারের আইনজীবী।
উল্লেখ্য, ২০০৬ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালীন পারভেজ মোশাররফ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দমনে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনা অভিযান চালিয়েছিলেন। ওই অভিযানে বুগতির মৃত্যু হয়। এই ঘটনার কারণে মোশাররফের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে বুগতির পরিবার। তারপর ২০০৮ সালে মোশাররফ প্রেসিডেন্ট পদে থেকে পদত্যাগ করারা পর তাকে গৃহবন্দি করে পুলিশ। তারপর গৃহবন্দি থেকে মুক্তি পেলেও দীর্ঘ ৮ বছর ধরে এই মামলাটি চলতে থাকে তার বিরুদ্ধে।
১৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই