সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৫:৪১:১৯

ইরানের প্রতি সদয় হলো আমেরিকা

ইরানের প্রতি সদয় হলো আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সিমানা অতিক্রম করে ঢুকে পড়ে মার্কিন নাগরিকেরা। একবার নয় পর পর দুবার এই ঘটনাটি ঘটেছে। তাদেরকে আটকও করা হয়েছে ইরানের পক্ষে থেকে। কিন্তু রাত না পোহাতেই আবার তদের মুক্তি দিয়ে দেয়ে হয়। ইরানের এই সদিচ্ছার কারণে উপযুক্ত প্রতিদান দিল আমেরিকা। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের উপর আরোপ করা আন্তর্জাতিক অবরোধ অবশেষে প্রত্যাহার করে নেওয়া হল৷

গত বছর আমেরিকা সহ একাধিক শক্তিসম্পন্য দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি ইরান মেনে চলছে বলেই শনিবার নিশ্চিত করে জাতিসংঘ৷ এরপরই শনিবার  থেকে চুক্তিটির শর্ত কার্যকর হয়৷ চুক্তি অনুযায়ী, ইরানের উপর থেকে আন্তর্জাতিক এবং অর্থনৈতিকসহ যাবতীয় অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়৷

তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার লক্ষ্যে টানা তিন বছর ধরে আলোচনার পর গত জুলাই মাসে ইরান ও ছয় দেশের (জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন এবং সেইসঙ্গে জার্মানি) মধ্যে স্বাক্ষরিত হয় ‘যৌথ সার্বিক কর্মপরিকল্পনা’ চুক্তি৷

এই চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি বেসামরিক কাজেই নিয়োজিত রাখার আশ্বাস দেয়৷  বিনিময়ে আমেরিকা, ব্রিটেন সহ চুক্তিতে স্বাক্ষরকারী সবকটি শক্তিধর দেশ তেহরানের উপর আরোপিত অবরোধ ধাপে ধাপে প্রত্যাহার করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল৷
১৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে