আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক জুরুরি অবস্থা ঘোষণা করলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ৷ তিনি জানান, সময় এসেছে ফ্রান্সের অর্থনীতি ও সামাজিক মডেলকে নতুর সংজ্ঞা দেওয়ার৷ ফরাসি প্রেসিডেন্ট আজ সোমবার দেশের শিল্পপতিদের সামনে দেশের অগ্রগতিতে অারো গতি বৃদ্ধি করতে ও বেকার সমস্যা সমাধানের জন্য অনেকগুলো প্রস্তাবও রাখেন ৷
প্রথম প্রস্তাবটি একটু বড় আকারের হলেও তিনি জানান, এ প্রসঙ্গে প্রশ্নের শেষনেই সপ্তাহে ৩৫ ঘন্টা কাজ করতে হয় আমার শ্রমিক বন্ধুদের৷ তিনি কোনও নতুন আপৎকালীণ ক্ষমতা চাননি৷ এই দ্রুত গতির বিশ্বায়ন ও অনলাইন অর্থনীতির যুগে ফ্রান্সের শ্রমিকদের কর্মসংস্থানের প্রতিই বেশি জোর দিতে চেয়েছেন ওলাঁদ৷ নয়া পদক্ষেপের মধ্যে রয়েছে আরও বেশকিছু পদক্ষেপ। তিনি মনে করেন, শ্রমিকদের কর্মসংস্থানের জন্য সংস্থাগুলি উৎসাহিত হযলে এবং কর্মী নিয়ােগ দিলে এই সমস্যাটা খুব দ্রুতই সমাধান হতো। বর্তমানে ৫লক্ষ কর্মীদের নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷
১৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই